• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দুই ছেলের মারামারি থামাতে গিয়ে মৃত্যুর কোলে বাবা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ মার্চ ২০২১  

মাদারীপুরের শিবচরে দুই ছেলের মারামারি থামাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবার মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ওই উপজেলার কাদিরপুর ইউনিয়নের কাদির মুন্সির কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মান্নান সরকার ওই গ্রামের বাসিন্দা।

জানা গেছে, দুপুরে মান্নান সরকারের ছেলে চাঁন মিয়া ও আবু কালামের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে বড় ভাই চাঁন মিয়া ঘর নির্মাণের জন্য ইট কিনে এনে বাড়ির একপাশে রাখছিলেন। ওই সময় ছোট ভাই আবু কালাম সেখানে ইট রাখতে ও ঘর নির্মাণে বাঁধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে মান্নান সরকার দুই ছেলের মারামারি থামাতে এগিয়ে আসেন। ওই সময় বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাইয়ের নাক দিয়ে রক্ত বের হয়। এ দৃশ্য দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাবা মান্নান সরকার। পরিবারের লোকজন তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর থানার এসআই রাম প্রসাদ জানান, দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধ বাবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

শিবচর থানার ওসি (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।