• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দেশে শুরু হচ্ছে ক্রিকেট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০  

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এবার ঘরোয়া ক্রিকেটে মনোযোগী হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। করোনার কারণে দেশে দীর্ঘদিন ধরেই বন্ধ সবধরণের ক্রিকেটীয় কার্যক্রম। বিসিবি'র প্রত্যাশা ছিল শ্রীলঙ্কা সফরের মাধ্যমে আবারো শুরু হবে সব। তবে সিরিজটি নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় এবার ঘরোয়া ক্রিকেটে নজর দিয়েছে বোর্ড।

মার্চ থেকেই বন্ধ ঘরোয়া ক্রিকেট। দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শুরু হলেও, করোনার প্রভাবে বন্ধ হয়ে যায় সেটি। আসরটি দেশের ক্রিকেটারদের আয়েরও সবচেয়ে বড় উৎস। তাই তো ডিপিএলের দিকে তাকিয়ে আছেন সব ক্রিকেটাররাই। 

এর আগে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগত ঐচ্ছিক অনুশীলন শুরু করেন। সম্প্রতি লঙ্কা সিরিজকে মাথায় রেখে স্কিল ট্রেনিং ক্যাম্পও শুরু করে বিসিবি। তবে করোনাকালীন নিয়মের গ্যাঁড়াকলে পড়ে দুই বোর্ড সম্মত হতে পারেনি সিরিজের বিষয়ে। ফলে ঘরোয়া ক্রিকেট ছাড়া বিসিবির হাতে এই মুহূর্তে আর কোনো অপশনও নেই।

দেশে এখনো করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করলেও নানাবিধ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিসিবিকে। মাঠে সামাজিক দূরত্ব বজায় রাখা, আক্রান্ত ক্রিকেটারদেরকে আইসোলেশনে রাখা, সূচি বিড়ম্বনা, সবকিছুই বিবেচনায় রাখতে হবে আয়োজকদেরকে। 
 


তারপরও ঘরোয়া ক্রিকেট চালু করতে ক্লাবগুলোর সঙ্গে নিয়মিতই বৈঠকে বসছে বিসিবি। ক্রিকেটারদের আর্থিক অসঙ্গতির কথা বিবেচনা করে ঘরোয়া ক্রিকেট ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রিকেটারদের সংগঠন কোয়াবও। 

সংগঠনটির সাধারণ সম্পাদক দেবব্রত পল ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজকে বলেছেন, করোনার ধাক্কা হয়তো জাতীয় দলের ক্রিকেটাররা টের পাচ্ছেন না। তবে সবার অবস্থা এক নয়। ঘরোয়া ক্রিকেটাররা তাদের সারাবছরের পরিকল্পনা করেন ঘরোয়া আসরগুলোকে ঘিরে। আর্থিকভাবে তারা এই মুহূর্তে খুবই খারাপ সময় পার করছে। 

ঘরোয়া ক্রিকেটের যেসব আসর আছে সেগুলোর দিকে একবার নজর দেয়া যাক।

ঢাকা প্রিমিয়ার লিগ-ডিপিএল

ঘরোয়া ক্রিকেটে সবার নজর ঢাকা প্রিমিয়ার লিগে। এবার চলতি বছরের মার্চে শুরু হওয়ার এক রাউন্ড পরই আসরটি স্থগিত হয়ে যায়। বিসিবি পরিকল্পনা করছে চট্টগ্রাম এবং কক্সবাজারে টুর্নামেন্টটি আয়োজন করতে। আগামী নভেম্বর-ডিসেম্বরে আসরটি আয়োজন করতে চান আয়োজকরা। 

জাতীয় ক্রিকেট লিগ - এনসিএল

দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের এই আসর সাধারণত অক্টোবরে শুরু হয়। তবে এবার আর সেটি হলো কই! টুর্নামেন্ট কমিটি এখনো এনসিএলের বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেননি। আগামী বছরের শুরুতে এনসিএল শুরু হওয়ার সম্ভাবনা আছে। 

বাংলাদেশ ক্রিকেট লিগ-বিসিএল

করোনা পরবর্তীতে ঘরোয়া ক্রিকেট ফিরলে সবার আগে আয়োজিত হতে পারে বিসিএল। চার দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হতে পারে অক্টোবরের মাঝামাঝিতে। বিকেএসপিতে পুরো আসরটি আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল

ডিসেম্বরে আয়োজন করার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের এবারের আসর। তবে সংক্ষিপ্ত সংস্করণের এই টুর্নামেন্টটি বেশ পেছাচ্ছে। আগামী বছরের মার্চে গড়াতে পারে আসরটি।