• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ধানক্ষেতের কীটনাশকে মরল ৩০ হাঁস

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ মার্চ ২০২১  

লালমনিরহাটের হাতীবান্ধায় কীটনাশক দিয়ে ৩০টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার রাতে হাতীবান্ধা থানায় এঅভিযোগ করেছেন ভুক্তভোগী মাসেদুল ইসলাম।

বুধবার দুপুরে উপজেলার সিঙ্গিমারী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রফিকুল ইসলাম ওই এলাকার বয়েজ উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে রফিকুল ইসলাম কাউকে না জানিয়ে তার ধানক্ষেতে কীটনাশক স্প্রে করেন। একই এলাকার মাসেদুল ইসলামের ৩০টি হাঁস ওই ধানক্ষেতে গিয়ে খাবার খেয়ে মারা যায়। এ খবর রফিকুলকে জানালে সে উল্টো মাসেদুলকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়।

ভুক্তভোগী মাসেদুল ইসলাম বলেন, হাঁসগুলো সবসময় ওই ধানক্ষেত ও আশপাশের জায়গায় খাবার খেত। রফিকুল ইচ্ছে করেই কাউকে না জানিয়ে ধানক্ষেতে কীটনাশক দেয়। এতে আমার হাঁসগুলো খাবার খেতে গিয়ে মারা যায়। আমি তার বিচার চাই।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, কীটনাশকের কারণে হাঁস মারা যাওয়ার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।