• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ধামরাইয়ে ৬ ইটভাটাতে অভিযান, ৩৬ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০  

ঢাকার ধামরাই উপজেলায় পরিবেশ দূষণের দায়ে ছয়টি অবৈধ ইটভাটাকে ৩৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।  সোমবার  দিনভর ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। অভিযানে ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মো. রাজীব, পরিদর্শক মোছা. জেসমিন আক্তার, পরিদর্শক ফাতেমাতুজ জহুরা, র‌্যাব-৪, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অভিযানে ধামরাইয়ের জয়পুরা এলাকার মেসার্স বাংলা ব্রিকসকে ৬ লাখ টাকা, কাজলী ব্রিকসকে ৬ লাখ টাকা, ইউবিসি ব্রিকসকে ৬ লাখ টাকা, নির্মাণ ব্রিকসকে ৬ লাখ টাকা, সুপার ব্রিকস-২ কে ৬ লাখ টাকা ও এমবিসি ব্রিকসকে ৬ লাখ টাকা করে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ভাটাগুলোর কিছু অংশ ভেঙে দেওয়া হয়। 

সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মো. রাজীব বলেন, ইটভাটাগুলো যাতে আর চালাতে না পারে সেইজন্য মূল অংশ ভেঙে দেওয়া হয়েছে। আগমীতেও অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে। 

ধামরাইয়ে অবৈধ ইটভাটা ২ শতাধিক। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মো. রাজীব বলেন, একদিনে ব্যবস্থা নেওয়া অসম্ভব। তাই ডে বাই ডে সবগুলো অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।