• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ধীরগতিতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ মে ২০২১  

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। গাজীপুরে পোশাক কারখানাগুলোর ছুটি এখনও রয়েছে তাই ধীরগতিতে ফিরছেন শ্রমিকরা। রোববার সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় গিয়ে দেখা যায় কর্মস্থলে ফেরা মানুষের সংখ্যা কম। অনেকেই ছুটি শেষের দুই-একদিন আগেই ফেরত আসছেন।

নেত্রকোনা থেকে গাজীপুরে আসা পোশাক শ্রমিক সবুজ জানান, স্বামী-স্ত্রী দুজনেই পৃথক পোশাক কারখানায় চাকরি করেন। স্ত্রীর ছুটি পাঁচদিন আর তার ছুটি ১০ দিন। তাই স্ত্রীর ছুটি শেষ হওয়ার একদিন আগেই গাজীপুর চলে এসেছেন।

তিনি আরও জানান, গণপরিবহন বন্ধ থাকার কথা থাকলেও বাসে করেই এসেছেন। কোনো সমস্যা হয়নি। রাস্তায় যাত্রীর চাপ নেই। এদিকে রোববারও অনেককে গ্রামের বাড়িতে যেতে দেখা গেছে। চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড় ও চন্দ্রাতে ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

ছুটি কাটিয়ে কর্মস্থলে আসা আরেক শ্রমিক রাবেয়া বেগম জানান, তার ছুটি সাতদিন থাকলেও ভিড় এড়াতে আগেভাগে চলে এসেছেন। টাঙ্গাইল থেকে প্রাইভেট কারে ১২০০ টাকা ভাড়া দিয়ে দুইজন এসেছেন। বাস চললেও সেটি খুব সীমিত। তবে রাতে বেশি বাস পাওয়া যায় বলে জানান তিনি।

কয়েকজন পোশাক শ্রমিক জানান, যেসব কারখানায় অর্ডার বেশি ও শিপমেন্ট কাছাকাছি সময়ে সেসব কারখানায় তিনদিনের ছুটি দেয়া হয়েছে। অনেক কারখানা পুরোপুরি না খুলে শুধু শিপমেন্টের জন্য নির্দিষ্ট সংখ্যক সেকশন খোলা রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন ব্যবসায়ী জানান, পুলিশকে ম্যানেজ করেই ঈদের দুদিন আগে আমরা দূরপাল্লার বাস চালিয়েছি। যাত্রীদের প্রচণ্ড চাপ ছিল। যাত্রীরা করোনাকে ভয় না করলে আমাদের কিছুই করার থাকে না।

তিনি জানালেন, গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানা ৭-১০ দিনের ছুটি রয়েছে। তাই এখানে ফিরে আসতে আরো দুই-তিনদিন সময় লাগবে। এদিকে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে তেমন তৎপরতা দেখা যায়নি।