• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

নতুন পথচলা শুরু শরফুদ্দৌলা-নিয়ামুরের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১  

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টে আম্পায়ার ও ম্যাচ রেফারি হিসেবে নতুন পথচলা শুরু হলো বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকত ও নিয়ামুর রশিদ রাহুল।

বাংলাদেশের পঞ্চম টেস্ট আম্পায়ার হয়েছেন শরফুদ্দৌলা। আর প্রথম বাংলাদেশি ম্যাচ রেফারি হলেন নিয়ামুর।

শরফুদ্দৌলার আগে টেস্ট পরিচলানা করা বাংলাদেশের চার আম্পায়ার হলেন- এনামুল হক মনি, এএফএম আক্তারুজ্জামান, মাহবুবুর রহমান ও শওকতুর রহমান।

করোনার কারণে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনায় আম্পায়ার ও ম্যাচ রেফারির নিয়মে পরিবর্তন আনে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা ও রেফারি হিসেবে সুযোগ হলো নিয়ামুরের। এ ম্যাচে শরফুদ্দৌলার সঙ্গে আরেক আম্পায়ার ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ।

দেশের হয়ে ২টি ওয়ানডেও খেলেছেন নিয়ামুর। এছাড়া ৩৭টি প্রথম শ্রেনি ও ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেন ৪৬ বছর বয়সী নিয়ামুর। জাতীয় দলের হয়ে খেলতে না পারলেও, ১০টি প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন ৪৪ বছর বয়সী শরফুদ্দৌলা।