• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

নাসিরের স্ত্রী তামিমার ‘ভিডিও ভাইরাল’ সত্য নয়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১  

ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তাম্মির নামে সম্প্রতি বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। তবে এগুলো তামিমার নামে ছড়ানো হয়েছে আসলে তামিমার নয়। বিষয়টি অনুসন্ধান করে একটি প্রতিবেদন করেছে সামাজিকমাধ্যম ফেসবুকের বাংলাদেশে অফিসিয়াল ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘বুম বাংলাদেশ’।
 

বুম বাংলাদেশের প্রতিবেদনটি পাঠকের উদ্দেশ্যে তুলে ধরা হল;



ফেসবুকে একটি ভিডিও দিয়ে দাবি করা হচ্ছে ভিডিওটি ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানার।

Dhaka24 নামের পেইজ থেকে গত ৪ মার্চ একটি ভিডিও পোস্ট করা হয় যার ক্যাপশন ছিল, সৌদি আরব কেবিন ক্রু তামিমা, সুলতানা, বিমানের ভিডিও ভাইরাল নাসির। অর্থাৎ দাবি করা হচ্ছে, ভিডিওটি ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানার। ভিডিওটিতে একটি বিমানে এক নারীসহ একাধিক কেবিন ক্রুকে দেখা যাচ্ছে। দেখুন ৪ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওটির একটি স্ক্রিনশট--



ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি তামিমা সুলতানার বলে দাবি করা বিভ্রান্তিকর। এ ব্যাপারে বিস্তারিত সার্চ করে দেখা গেছে বিভিন্ন সময়ের আলাদা জায়গার একাধিক ভিডিও যুক্ত করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

ভিডিওটির প্রথম অংশে একজন নারী এয়ার হোস্টেসকে দেখা যাচ্ছে। শুরু থেকে ৫১ সেকেন্ড পর্যন্ত সেই নারীসহ আরেকজন পুরুষ কেবিন ক্রুকে বিমানে চলাফেরা করতে দেখা যায়। কিন্তু সার্চ করে দেখা গেছে, আসল ভিডিওটি ২০১৬ সালের। ১ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিওটি আপলোড দেন সুব্রত সাহা নামের একজন ব্যক্তি। তিনি নিজেই ভিডিওটির ডেসক্রিপশনে জানান, ভিডিওটি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে ধারণ করা। অর্থাৎ এটি সৌদি এয়ারলাইন্সের কোনো ভিডিও নয়। দেখুন সেই ভিডিওটি--

 


এছাড়া ভিডিওটিতে প্রদর্শিত এয়ার হোস্টেস তামিমা সুলতানা হওয়ার সম্ভাবনা নেই। কেননা, দৃশ্যমান এয়ার হোস্টেসের নেইমপ্লেটে তার নাম দেখা যাচ্ছে ইংরেজি অক্ষরে লেখা Rupkotha বা রুপকথা। এছাড়া নামের পাশে ইউএস বাংলা এয়ারলাইন্সের লোগো দেখা যাচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিওটির ৫১ সেকেন্ড পর থেকে আরেকটি ভিডিও শুরু হয়, সেটি মূলত সৌদি এয়ারলাইন্সের একটি প্লেনের ভেতরের কোনো যাত্রীর ধারণ করা ভিডিও। ভিডিওটি ২০১৭ সালের জুন মাসে ধারণ করেন সামির আহমেদ নামের একজন ব্যক্তি। মূলত এই ক্লিপটিকে আলোচ্য ভিডিওটিতে যুক্ত করা হয়েছে। দেখুন সেই ক্লিপটি--

 


একইভাবে ২ মিনিট ৬ সেকেন্ড থেকেও একটি ভিডিও যুক্ত করা হয়েছে যেটি নেয়া হয়েছে Wasim Syed নামের একটি ইউটিউব চ্যানেল থেকে। ২০১৯ সালের ৯ এপ্রিল আপলোড করা ভিডিওটির ক্যাপশনে আপলোড করা ভিডিওটি দেখুন নিচে--


 

অর্থাৎ ইউ এস বাংলা এয়ার এয়ারলাইন্সের একজন এয়ার হোস্টেসের ভুল পরিচয় দিয়ে একাধিক এয়ারলাইন্সের অভ্যন্তরের ভিন্ন ভিন্ন ভিডিও ক্লিপ সংযুক্ত করে ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানার নামে ছড়ানো হচ্ছে যা বিভ্রান্তিকর।