• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

নিজেদের দোষ ঢাকতেই জাবির শাখা ছাত্রলীগের সহ-সভাপতির নীল নকশা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

জাবির চলমান উন্নয়ন বাধাগ্রস্থ করতে বামপন্থী, ছাত্রদল এবং বিএনপিপন্থী কিছু  শিক্ষক আন্দোলনের নামে প্রহসন করছেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে কেন্দ্রীয় কমিটি থেকে বাধ্যতামূলক পদত্যাগ করানোর পর তিনি জাবির ভিসিকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্রমূলক মোবাইলে কথোপকথনের একটি মিথ্যা অডিও ও জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর  পত্রিকার জাবি প্রতিনিধি শিবির মতাদর্শী হাসান আল মাহমুদের মাধ্যমে ফাঁস করে।
অডিও কথোপকথনটি ১৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে পরিকল্পিতভাবে ভিসির  বিরুদ্ধে শেষ অস্ত্র হিসেবে রাব্বানী কর্তৃক নির্দেশিত হয়ে রেকর্ড করা হয়। অডিওতে রাব্বানীকে তার আস্থাভাজন  হামজা রহমান অন্তর ও জাবির যুগ্ম-  সম্পাদক  সাদ্দাম হোসেনের সাথে ছয় মিনিট কথা বলতে শোনা যায়।

অডিওতে ইচ্ছে করেই টাকার লেনদেন ইস্যুটি বারবার উপস্থাপন করা হয়। মূলত   তাদের দোষ ঘোচাতে প্রহসনের নীল নকশা সাজিয়েছে তারা। অডিওতে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন ভিসির  সাথে টাকা লেনদেনের ব্যাপারে আলাপের সময় ছিলেন এতেই প্রমাণিত হয় যে, তারা নিজেদের দোষ ঘোচাতে এমন নারকীয় প্রহসনের নীল নকশা করেন বলেও  বিভিন্ন সূত্রে জানা যায়।

হামজা রহমান অন্তর নিজের ভুলত্রুটি ঢাকতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ফিরোজ উল হাসানের ওপর দোষ চাপাচ্ছেন। মূলত হামজা রহমান অন্তর নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য গণমাধ্যমে সাংবাদিকদের উদ্দেশ্যে নানারকম  মিথ্যাচার করছেন।

তিনি সাংবাদিকদের মাধ্যমে জাবির অর্থ লেনদেনের বিষয়টি মিথ্যাচার করে বিভিন্ন রকম কথা বলেছেন বলে বিভিন্ন সুত্র হতে জানা যায়। কথাগুলো বলার সময় অন্তর আমতা আমতা করে কারণ এগুলো ছিল তার সাজানো নকশা