• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

নির্মাতা চয়নিকা চৌধুরী এবং অভিনেত্রী কবরী করোনায় আক্রান্ত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১  

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাট‌্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বলেন, নির্মাতা চয়নিকা চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। এভার কেয়ার হাসপাতালের ডাক্তার আয়াজের তত্ত্বাবধানে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। সবাই দিদির সুস্থতার জন্য দোয়া করবেন।

এদিকে, ঢাকাইয়া সিনেমার নন্দিত অভিনেত্রী পরিচালক কবরী করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৫ এপ্রিল তার করোনা রিপোর্ট পজেটিভ আসলে দ্রুত তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার ম্যাডামের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি সম্পূর্ণ চিকিৎসকদের অবজারভেশনে রয়েছেন।

শোবিজ অঙ্গনের অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তালিকায় রয়েছেন—বরেণ‌্য অভিনেতা-নির্মাতা আবুল হায়াত, অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি, গাজী রাকায়েত, চিত্রনায়ক রিয়াজ, শামীমা তুষ্টিসহ আরো অনেকে।