• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

নুসরাত হত্যায় অভিযোগ গঠন ২০ জুন, পাঁচ জনকে অব্যাহতি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ জুন ২০১৯  

ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অভিযোগ গঠন করা হবে ২০ জুন। সোমবার চার্জশিট গ্রহণ করে এ আদেশ দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ।

এ মামলায় গ্রেফতার ২১ আসামির মধ্যে পাঁচ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া চার্জশিটভুক্ত ১৬ আসামির মধ্যে সাত জনের জামিন নামঞ্জুর করেছে আদালত।

অব্যাহতি প্রাপ্তরা হলেন, নুসরাতের সহপাঠী আরিফুল ইসলাম, নূর হোসেন, কেফায়াত উল্লাহ জনি, মোহাম্মদ আলাউদ্দিন, শাহিদুল ইসলাম।

 

 

চার্জশিটভুক্তরা হলেন, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, কাউন্সিলর মাকসুদ আলম ওরফে মোকসুদ, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, হাফেজ আব্দুল কাদের, আফছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা, আবদুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মাদরাসার সাবেক সহ-সভাপতি রুহুল আমিন, মহিউদ্দিন শাকিল, মোহাম্মদ শামীম।

বাদী পক্ষের আইনজীবী এম. শাহজাহান সাজু বলেন, বাদীর আপত্তি না থাকায় আজকে আদালত চার্জশিট গ্রহণ করেছে। ২০ জুন অভিযোগ গঠনের পর স্বাক্ষ্যগ্রহণ ও বিচার প্রক্রিয়া শুরু হবে।

 

 

নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, মামলার তদন্ত প্রতিবেদনে আমরা সন্তুষ্ট। আমাদের কোন আপত্তি নেই। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে মামলাটি তদারকি করছেন। আশাকরি শিগগিরই ওসি মোয়াজ্জেম গ্রেফতার হবেন।

সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করায় ৬ এপ্রিল আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে অধ্যক্ষের সমর্থকরা। পাঁচদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নুসরাত। এ ঘটনায় তার ভাইয়ের করা মামলায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।