• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পঞ্চম রমজানে আল্লাহর দয়া লাভের দোয়া

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১  

পবিত্র রমজানুল মোবারককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ১০ দিন রহমতের। এই সময়ে আল্লাহর অফুরন্ত রহমত বর্ষিত হতে থাকে। আমাদের অস্তিত্বজুড়ে আল্লাহর রহমত। রহমত ছাড়া এক মুহূর্তও বাঁচার উপায় নেই। তবে পবিত্র রমজানের প্রথম দশকে রহমতের বারিধারা আরও প্রবল বেগে বইতে থাকে।

রহমতের পঞ্চম রমজান আজ। আল্লাহ তাআলা মানুষের ওপর এ দশকে রহমত ও করুনা বর্ষণ করেন। মানুষও তার রহমত ও দয়া প্রত্যাশী। আল্লাহর দয়া লাভে রমজানের পঞ্চম দিনে মুসলিম উম্মাহর জন্য এ দোয়াটি তুলে ধরা হলো-

উচ্চারণ : আল্লাহুম্মাঝআ’লনি ফিহি মিনাল মুসতাগফিরিন; ওয়াঝআ’লনি ফিহি মিন ই’বাদিকাস সালিহিনাল ক্বানিতিন; ওয়াঝআ’লনি ফিহি মিন আউলিয়াইকাল মুক্বাররাবিন; বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ : হে আল্লাহ! এই দিনে আমাকে ক্ষমা প্রার্থনাকারীদের অন্তর্ভূক্ত করুন। আমাকে শামিল করুন আপনার সৎ ও অনুগত বান্দাদের কাতারে। হে আল্লাহ! মেহেরবানী করে আমাকে আপনার নৈকট্যলাভকারী বন্ধু হিসেবে গ্রহণ করুন। হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান।