• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পণ্য ও পার্সেল পরিবহনে ৬ রুটে ৮টি বিশেষ ট্রেন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১  

বুধবার (১৪ এপ্রিল) থেকে কৃষিজাত পণ্য ও পার্সেল মালামাল পরিবহনের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ৬টি রুটে ৮টি বিশেষ পার্শেল ট্রেন চালু করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর রেলভবনে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা জানান।
 

রেলমন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে পণ্যবাহী ট্রেনের পাশাপাশি কৃষিজাত পণ্য ও মালামাল পরিবহনের সুবিধার্থে বুধবার থেকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রামসহ ৬টি রুটে ৮টি বিশেষ পার্সেল ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। 

মন্ত্রী বলেন, এসকল রুটে পার্সেল ট্রেন চালু হলে ট্রাকের বিকল্প হিসেবে ট্রেনে কৃষিপণ্য পরিবহন করতে পারবেন কৃষকরা।