• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পরকীয়ায় স্বামীর বাধা, যৌতুকের মামলায় নিজেই ফেসে গেলো স্ত্রী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১  

স্ত্রীর পরকীয়ায় স্বামী বাধা দেয়ায় যৌতুকের মামলায় নিজেই ফেসে গেলো রুপালী আক্তার নামের এক গৃহবধূ। ফেনীতে মিথ্যা মামলায় এভাবেই ফেসে গেলো রূপালী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আদালতের একটি সূত্র জানায়, ২০১৫ সালের ২২ অক্টোবর পারিবারিকভাবে সোনাগাজী উপজেলার রুপালী বেগমের সঙ্গে আলাউদ্দিন বিয়ে হয়। বিয়ের পর রুপালী বেগম অন্য পুরুষের সঙ্গে মোবাইলে কথা বলা নিয়ে তর্কাতর্কিতে স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে গৃহবধূ রুপালী আক্তার তার স্বামী আলাউদ্দিনের বিরুদ্ধে একটি যৌতুক মামলা  করেন।

ওই মামলায় সাক্ষ্যপ্রমাণের পর আদালত আলাউদ্দিনকে খালাস দিয়ে তাকে কেন মিথ্যা মামলায় হয়রানী করা হয়েছে জানতে চেয়ে স্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশের জবাবে রুপালী আক্তার নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চাইলে আদালত যৌতুক আইন ২০১৮ এর ৩ ধারায় হয়রানীমূলক মিথ্যা মামলার দায়ে ওই গৃহবধূকে ৪ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

আদালতের এপিপি নিমাইলাল সূত্রধর ফেনীর আদালতে মিথ্যা মামলায় বাদীকে সাজা দিয়ে কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।