• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পাইলস সমস্যার চিরস্থায়ী সমাধান ত্রিফলা চূর্ণ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ মে ২০২১  

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা পাইলস বা অর্শ সমস্যায় ভুগছেন। যা খুবই যন্ত্রণাদায়ক। এই রোগটি নারী এবং পুরুষ উভয়েরই হতে দেখা যায়। তবে ভয়ের কিছু নেই। এর থেকে পরিত্রাণেরও রয়েছে উপায়।  

মূলত, পাইলস হলো মলদ্বারের চারপাশের ত্বকের নিচে শিরাগুলোর গুচ্ছ, যা দুটি শ্রেণিতে শ্রেণিবদ্ধ করা যেতে পারে। প্রথম, মলদ্বারের ভেতরে এবং দ্বিতীয় মলদ্বারের বাইরে। সাধারণত লোকেরা মলের সঙ্গে রক্ত পড়াকে পাইলস ভেবে নেয়। যদিও বাস্তব হলো অর্শ বা পাইলস আক্রান্ত ৩০ শতাংশ রোগীদের মলের সঙ্গে রক্ত পড়ে এবং বাকি ৭০ শতাংশ রোগীদের জ্বালা, চুলকানি এবং কোষ্ঠকাঠিন্যের মতো লক্ষণ রয়েছে।

পাইলাসের সমস্যা অধিকতর হলে অনেক সময় অপারেশনেরও প্রয়োজন হয়ে থাকে, তবে এই সমস্যার ঘরোয়া সমাধানও রয়েছে। তেমনি একটি সমাধান হলো ত্রিফলা চূর্ণের ব্যবহার। চলুন তবে জেনে নেয়া যাক পাইলস সমস্যায় ত্রিফলা চূর্ণের ব্যবহার পদ্ধতি-

যা যা লাগবে

ত্রিফলা চূর্ণ, গরম পানি।

ব্যবহার পদ্ধতি

প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে উষ্ণ গরম পানিতে চার গ্রাম ত্রিফলা গুঁড়া মিশিয়ে খেতে হবে।

কোষ্ঠকাঠিন্য হলো পাইলসের প্রধান কারণ। তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে ত্রিফলা গুঁড়া নিয়মিত গ্রহণ করা উচিত। পাইলস এর ঘরোয়া চিকিৎসায় এটি ম্যাজিকের মতো কাজ করে।