• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পাওনা টাকা ফেরত চাওয়ায় গাজীপুরে গৃহবধূকে হত্যা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০  

গাজীপুরে পাওনা টাকা চাওয়ায় এক গৃহবধূকে (৩২) শ্বাসরোধে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তাররা মহানগরীর পোড়াবাড়ী পূর্বপাড়ার কোনাপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে মোকসেদ আলী ও একই এলাকার আলমাছ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন। গৃহবধূ হত্যার দুই বছর আগের এ ঘটনায় সোমবার বিকেলে আসামি মোকসেদ আলী স্বেচ্ছায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

বুধবার বিকেলে পিবিআইর গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামের তাইজদ্দিনের মেয়ে শিখা গাজীপুর মহানগরের ইপসা গেট এলাকায় ভাড়ায় বসবাস করতেন। তার স্বামী প্রবাসী। ২০১৮ সালের ১৩ ডিসেম্বর পুলিশ পোড়াবাড়ী পূর্বপাড়া এলাকার একটি পুকুরপাড়ে মাটিচাপা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করে। পুলিশ বাদী হয়ে এ ঘটনায় মামলা করে। পরে মামলার তদন্তভার দেওয়া হয় পিবিআইকে। গত সোমবার ভোরে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মোকসেদ আলীকে মহানগরের টেকনগপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয় কোনাপাড়া এলাকা থেকে।


পুলিশ সুপার বলেন, মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হলে পোড়াবাড়ী পূর্বপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে মোকসেদ আলী হত্যার বর্ণনা দিয়ে স্বীকারোক্তি দিয়েছে। তার সঙ্গে জাহাঙ্গীরসহ আরও কয়েকজন জড়িত রয়েছে বলেও আদালতকে জানায়।