• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পাটুরিয়া ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবলো যাত্রীবাহী মাইক্রোবাস

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১  

ফেরিতে ওঠার সময় একটি মাইক্রোবাস পদ্মা নদীতে পড়ে গেছে। মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে আজ বৃহস্পতিবার  সকালে এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি এখনও উদ্ধার না হলেও মাইক্রোবাসের আরোহী ব্যারিস্টার মনিরুল ইসলাম ও তার স্ত্রী অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। মাইক্রোবাসটির চালক আব্দুস সাত্তারও সুস্থ আছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন ( বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের এজিএম (মেরিন) আব্দুস সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

ফেরি সেকটরের ওই কর্মকর্তা জানান, আজ সকাল ৯টার দিকে ফেরিতে উঠতে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হয় মাইক্রোবাসটি। এর আরোহী ব্যারিস্টার মনিরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, স্ত্রীকে নিয়ে মনিরুল ফরিদপুরে যাচ্ছিলেন একটি মামলার হেয়ারিং করার জন্য। পথে পাটুরিয়া ঘাটের ৫ নম্বর ফেরিঘাটে তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদী পড়ে যায়। তবে ওই  দম্পতিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।