• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

পাপিয়া ও তার স্বামী ফের ১৫ দিনের রিমান্ডে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ মার্চ ২০২০  

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর ওরফে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে পুনরায় ১৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। অস্ত্র, মাদক ও জাল টাকার পৃথক তিন মামলায় তাদের রিমান্ডের অনুমতি দেয়া হয়।

এবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার এই আদেশ দেন।

তিন মামলায় আগের ১৫ দিনের রিমান্ড শেষে পাপিয়া ও তার স্বামীকে  আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানায়, মামলা তিনটির তদন্তভার র‍্যাব পেয়েছে। এবার এই তিন মামলায় পাপিয়া ও তার স্বামী মফিজুরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন করে মোট ৩০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে র‍্যাব।

আদালতে পাপিয়া ও তার স্বামীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২২ ফেব্রুয়ারি পাপিয়া (২৮), তার স্বামী মফিজুর রহমান, তাদের সহযোগী সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবাকে (২২) গ্রেফতার করে র‍্যাব। অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসা, চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ড, জাল নোট সরবরাহ, রাজস্ব ফাঁকি, অর্থ পাচারসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়।