• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

প্রতারক সাহেদ ও সাবরিনার বিয়ের দাবি সোশ্যাল মিডিয়ায়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ জুলাই ২০২০  

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা প্রতারণার দায়ে মোহাম্মদ সাহেদ ও ডা. সাবরিনা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। এই দুইজনকে বিয়ে দিতে দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

‘ডা. সাবরিনা ও সাহেদের বিয়ে চাই’ এই শিরোনামে বেশ কয়েকটি ইভেন্টও খোলা হয়েছে ফেসবুকে। এর মধ্যে একটি ইভেন্ট নিয়ে প্রায় এক হাজার ৩০০ মানুষ আগ্রহ প্রকাশ করেছেন। যদিও অনেকেই বিষয়টাকে স্যাটেয়ার হিসেবেই ধরে নিচ্ছেন।

এদিকে বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেফতার করা হয়। আর জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে গ্রেফতার করা হয় রোববার দুপুরে।