• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২১  

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশ ও দুই পাশের ফুটপাত দখল করে চলছে রমরমা বাণিজ্য। শুধু হকার ও ব্যাবসা প্রতিষ্ঠান নয়, বিভিন্ন পরিবহণের দখলেও রয়েছে মহাসড়কের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। ফলে দুর্ঘটনা সৃষ্টিসহ হচ্ছে নানা রকম ভোগান্তি।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের কালিয়াকৈর অংশের চন্দ্রা ত্রি মোড়, পল্লীবিদ্যুৎ, খারাজোড়া, কালিয়াকৈর বাইপাস, সূত্রাপুরসহ বিভিন্ন স্থানে মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে উঠেছে শতশত ব্যবসাপ্রতিষ্ঠান। এসব ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ও পণ্যবাহী যানবাহনের দখলে রয়েছে মহাসড়কের সার্ভিস লাইনগুলো। মহাসড়কের দুইপাশের ফুটপাত ও সার্ভিস লাইনের কয়েক কিলোমিটার অংশ দখল করে গড়ে উঠেছে ফলের দোকান, জামা-কাপড়, গ্যারেজ, জুট গুদাম, রেন্ট কারসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। দুইপাশের সার্ভিস লাইন দখলে থাকায় ছোট যানবাহনগুলো বাধ্য হয়েই প্রধান সড়কে চলাচল করে। ফলে হরহামেশাই ঘটছে নানা দুর্ঘটনা।

জানা গেছে,সরকারের নাম ভাঙিয়ে কিছু রাজনৈতিক নেতাকর্মীরা হাইওয়ে পুলিশের সঙ্গে যোগসাজশে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপনা বসিয়ে মাসিক চাঁদা আদায় করে যাচ্ছে। এসব স্থানে হাইওয়ে পুলিশের অবাধ চলাচল থাকলেও নজরদারি নেই পুলিশের।

সড়ক দখল করে থাকা অবৈধ এসব ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা জনান,পুলিশকে মোটা অংকে মাসোয়ারা দিয়ে তাদের ব্যবসা চালাতে হয়। গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল এসপি মানোয়ার হোসেন বলেন,মহাসড়কে এসব অবৈধ স্থাপনা ও মহাসড়ক দখল করে কোন ব্যবসাপ্রতিষ্ঠান চালানো যাবে না। কোথাও এরকম ঘটনা ঘটে থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সাউথ এশিয়ান রোড কানেক্টিভিটি (সাচেকের) উপ-সহকারী প্রকৌশলী সাইফুর রহমানের সঙ্গে কথা বলতে তার মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।