• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ফেরিঘাট থেকে মাটি কাটায় গ্রেপ্তার ৫

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১  

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার  শিবালয়ের উথলী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নবগ্রামের ভাসান মন্ডলের ছেলে মো. আমিনুল ইসলাম মিন্টু, দাসকান্দি গ্রামের মৃত নিয়ামতের ছেলে মো. মানিক, ধুতরাবাড়ি গ্রামের মৃত কেতাব আলীর ছেলে মো. মোন্তাজ উদ্দিন, মো. কেবারত আলীর ছেলে জাহাঙ্গীর আলম পলাশ ও আলমাছ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সরকার বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ ৬ জনকে আসামী করে শিবালয় থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ৬ আসামীর মধ্যে ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশের কাছে তদন্তনাধীন রয়েছে।