• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ফেরিতে স্বস্তি, মহাসড়কে ভোগান্তি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ মে ২০২১  

ঈদের ছুটি শেষ। কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষ। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঢাকামুখী যাত্রীরা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে গন্তব্যে ফিরছেন। এ নৌরুটে ১৬টি ফেরি চলাচল করায় যাত্রীরা স্বস্তিতে নদী পার হতে পারছেন। তবে পাটুরিয়া ঘাট থেকে গন্তব্যে যেতে যানবাহন সংকট, বাড়তি ভাড়া ও এক জেলা থেকে আরেক জেলায় যেতে বার বার গাড়ি পরিবর্তন করতে হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

সোমবার সকালে মো. ইমন হোসেন নামে এক যাত্রী বলেন, ‘ঈদের ছুটি শেষ হওয়ায় অফিসে ফিরছি। কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটে আসতে কয়েকবার যানবাহন পরিবর্তন করে কয়েকগুণ ভাড়া বেশি দিতে হয়েছে। দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে আসতে সমস‌্যা হয়নি। পাটুরিয়া ঘাট থেকে সরাসরি ঢাকা যাওয়ার কোনো উপায় নেই। তাই বাধ্য হয়ে বাসে মানিকগঞ্জ জেলার শেষ প্রান্ত পর্যন্ত এসেছি। এখান থেকে হেঁটে ধামরাই অংশে গিয়ে আবার গাড়ি খুঁজতে হবে।

শেফালি বেগম নামে এক যাত্রী বলেন, ‘সব সময় ঈদের পর কর্মস্থলে ফিরতে ফেরি পার হতে ভোগান্তিতে পড়তাম। তবে এবার ফেরিতে তেমন ভোগান্তি নেই। যত ভোগান্তি এই মহাসড়কে। গাড়ি নেই, গাড়ি থাকলেও ভাড়া বেশি। আবার বার বার গাড়ি পাল্টাতে হচ্ছে।’  

মাসুম মিয়া নামে এক যাত্রী বলেন, ‘ঈদের আগেও মহাসড়কের ভোগান্তি নিয়ে বাড়ি গিয়েছি। কর্মস্থলে ফেরার দিনেও ভোগান্তিতে পড়েছি। সঙ্গে স্ত্রী ও সন্তানরা থাকায় ভোগান্তি আরও বেড়েছে।’ 

টিপু সুলতান নামে এক যাত্রী বলেন, ‘বাড়িতে সবার সঙ্গে ঈদ করেছি। গাছের আম পাকাতে বস্তা ভরে নিয়ে রওনা দিয়েছি। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্থানে নামতে হচ্ছে। এই গরমে বস্তা নিয়ে অস্বস্তিতে আছি। সরাসরি গন্তব্যে যেতে পারলে ভালো হতো।’ 


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে। এ নৌরুটে যাত্রীদের তেমন চাপ নেই।’