• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

বগুড়ায় ১২ নারীকে সম্মাননা দিলো পুলিশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ মার্চ ২০২১  

বগুড়ায় করোনাকালীন নিজ ক্ষেত্রে কর্তব্য পালনকারী ১২ নারীকে সম্মাননা দিয়েছে জেলা পুলিশ। ‘নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তাদের সম্মাননা দেয়া হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- আলোকিত বগুড়ার নির্বাহী পরিচালক ফেরদাউস আক্তার রুনা, গাবতলী উপজেলার জেন্ডার প্রমোটার রোকেয়া বেগম, শেরপুর থানার কনস্টেবল রোকেয়া খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুমা মরিয়ম, অ্যাডভান্সমেন্ট অব উইমেন’স রাইটস অ্যান্ড জিবিভি প্রজেক্টের তাহমিনা নাসরিন, বগুড়া শজিমেক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. উলফাত আরা ইমু, বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. উম্মে হাতুল জান্নাত, শজিমেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেবা বৈরাগী, মোহাম্মদ আলী হাসপাতলের সিনিয়র স্টাফ নার্স প্রতিমা বালা, করোনাকালীন ভলেনটিয়ার সাংবাদিক মাহাবুবা পারভীন, বগুড়ার সাংস্কৃতিক সংগঠক নিভা সরকার পূর্ণিমা, সাংবাদিক হাফিজা সুলতানা বিনা।

সোমবার বিকেলে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান।

এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীবান্ধব। তিনি নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। এর অংশ হিসেবেই মহিলা আওয়ামী লীগ গঠন করা হয়েছে। উপবৃত্তি চালু করাসহ মেয়ে শিক্ষার্থীদর বিশেষ সুবিধার আওতায় আনা হয়েছে। নারী নির্যাতন রোধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।

পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, আজকে নারীরা তাদের কর্মের মাধ্যমে অনেক এগিয়ে গেছেন। তারা সমাজের সব ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। করোনাকালেও তারা নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আলী হায়দার চৌধুরী সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান মিলন, প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝনু, টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।