• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নিয়মিত আয়োজন করতে চায় বিসিবি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০  

বিপিএলের পাশাপাশি সুযোগ থাকলে, প্রতি বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করতে চায় বিসিবি। জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টুর্নামেন্টে জাতীয় দলের নিয়মিতদের পাশাপাশি তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ তিনি। এদিকে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই ব্যাটিং কোচ নিয়োগ দেয়া হবে। তবে ঘরোয়া ক্রিকেট ফেরার ব্যাপারে কোনো আশার কথা বলেন নি বিসিবি প্রধান।

করোনাকালে স্থবির ছিল দেশের ক্রীড়াঙ্গন। মাঠে খেলা ফেরাতে প্রথমে প্রেসিডেন্টস কাপ আয়োজন করে বিসিবি। সেই সফলতায়, এরপর নেয় সাহসী পদক্ষেপ। ৫ দল নিয়ে বিপিএলের আদলে হয় বঙ্গবন্ধু টি-২০ কাপ। খেলার মান থেকে শুরু কোরে আয়োজন, সবকিছুই হয়েছে প্রশংসিত। তাই আগামীতে বঙ্গবন্ধু টি-২০ কাপ নিয়ে বোর্ডের ভাবনা বড় পরিসরে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'বিপিএলের পাশাপাশি সুযোগ থাকলে, প্রতি বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করতে চায় বিসিবি। এখানে খেলার মান খুব ভাল। ক্রিকেটাররা ভালো খেলেছে।'

মাঠের খেলা দেখেও খুশি বিসিবি প্রধান। মোস্তাফিজ-লিটন-সৌম্যদের ভাসিয়েছেন প্রশংসায়। আর নতুনদের উঠে আসাকে দেশের ক্রিকেটের জন্য দেখছেন ইতিবাচক বার্তা হিসেবে।

নাজমুল হাসান আরও বলেন, 'নতুন ক্রিকেটাররা খুব ভালো করেছে। বিশেষ করে শান্ত নিজেকে অনেক পরিণত করে তুলেছে। অলরাউন্ডার মেহেদী হাসান ভবিষ্যতের জন্য ভালো প্রসপেক্ট। এদের দিয়ে দেশের ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী হবে।'

বঙ্গবন্ধু টি-২০ কাপের সফল আয়োজনের তৃপ্তি থাকলেও, ঢাকা লিগে খেলা ক্রিকেটারদের জন্য সুখবর দিতে পারেন নি বিসিবি প্রধান। আপাত দৃষ্টিতে ক্লাব ক্রিকেট নেই বিসিবির ভাবনায়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর করোনা পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানালেন বিসিবি বস।

বিসিবি সভাপতি আরও জানান, 'এখন আমাদের মনোযোগ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আয়োজনের দিকে। যদি এর আগে আমরা অন্য টুর্নামেন্ট আয়োজন করি সেখানে কেউ আক্রান্ত হলে দেশের বাইরে এটা ভালো ভাবে নিবে না। যদি ভ্যাকসিন আসে, তখন আমরা সবাই ভ্যাকসিনের আওতায় এনে এরপর খেলা শুরু করতে পারি।'

বঙ্গবন্ধু টি-২০ কাপ শেষ। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। জাতীয় দলের ব্যাটিং কোচে পদ খালি বেশ ক'মাস হলো। বিসিবি প্রধান জানালেন শিগগিরই নিয়োগ দেয়া হবে ব্যাটিং কোচ।