• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে নিজেকে সেরা ফর্মে ফেরাতে চান সৌম্য

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০  

সেরা দক্ষতা দিয়ে ব্যাটিং ও বোলিং পারফর্মেন্সের মাধ্যমে বিসিবি প্রেসিডেন্ট কাপের ব্যর্থতা ভুলতে চান টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।

প্রেসিডেন্ট একাদশে নাজমুল একাদশের হয়ে নিজের ছায়াতেই বিলিন ছিলেন সৌম্য। যে কারণে জাতীয় দলে তিনি কতটুকু দক্ষতা দেখাতে পারবেন সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রেসিডেন্ট একাদশের পাঁচ ম্যাচে সৌম্যর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ২১, ৯, ৬, ৭ ও ৫ রান।

বাজে ওই পারফর্মেন্স এখনো নিজেকে তাড়িয়ে বেড়াচ্ছে জানিয়ে সৌম্য চান বঙ্গবন্ধু টি-২০ কাপে আগের পারফর্মেন্সকে ভুলে যেতে । 

সৌম্য বলেন, নতুন এই টুর্নামেন্টে আমি অবশ্যই ভাল কিছু করতে চাই। এই বছর আমরা যে দলটি পেয়েছি,আমার মনে হয় সেটি বেশ ভাল। সব দিক থেকেই আমাদের দলটি যথেষ্ঠ ভাল হয়েছে এবং আশা করছি ভাল একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট কাপে আমার পারফর্মেন্স ভাল ছিল না। যে কারণে সেটিকে পেছনে রেখে এই টুর্নামেন্টে ভাল কিছু করতে চাই।

ব্যাটিংয়ের বাইরে সৌম্য’র বোলিংও খুব একটা খারাপ নয়। বিগত দিনে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে দলের প্রয়োজনে তিনি বল হাতেও ব্রেকথ্রু এনে দিয়েছেন। আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে ব্যাটিংয়ের পাশাপাশি ধারাবাহিকভাবে বোলিংটাও চালিয়ে যেতে চান সৌম্য।

তিনি বলেন, ব্যাটিংয়ের পাশাপাশি আমি বোলিংও করতে চাই। যে কোন টুর্নামেন্টে একটি লক্ষ্য থাকে। তাই আমার নিজেরও একটি লক্ষ্য আছে। চেস্টা করব ওই লক্ষ্য পূরণ করার। আমি অবশ্যই চাই ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও চালিয়ে যেতে।

আগামী ২৪ নভেম্বর শুরু হবে ৫ দলের বঙ্গবন্ধু টি-২০ কাপ। গাজী গ্রুপ চট্টগ্রাম নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ২৬ নভেম্বর। প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা।