• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

বাড়ি বাড়ি পৌঁছে যাবে দুধ-ডিম-মুরগী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১  

দেশব্যাপি করোনা সংক্রমণের ঊর্ধ্বমূখী পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করতে টাঙ্গাইলের সখীপুরে যাত্রা শুরু করেছে ভ্রাম্যমাণ দুধ ডিম ও মুরগী বিক্রয়কেন্দ্র। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র উদ্ভোধন করা হয়েছে। এ বিক্রয় কেন্দ্র গ্রহাকের বাড়ি বাড়ি এসব পণ্য পৌঁছে দেবে।

সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আ. জলিল জানান, প্রতি কেজি সোনালী মুরগি ২৫০ টাকা,  প্রতি হালি ডিম ২৬ টাকা, প্রতি লিটার দুধ ৫০ টাকা দরে বিক্রি করা হবে। এ কার্যক্রম চলবে আগামী ১০দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, প্রাণিসম্পদ কর্মকর্তা আ. জলিল, এলইও ডা. কানিজা ইয়াসমিন, ডা. একরামুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও খামারীরা।