• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

বেতন না দেওয়ায় কারখানা মালিকের স্ত্রী গ্রেফতার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০  

সাভারে শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগে বিরুলিয়া এলাকার অমর ফ্যাশন লিমিটেডের মালিকের স্ত্রী ও পরিচালক মরিয়ম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১০ টার দিকে মিরপুরের রুপনগর থানার পল্লবী এলাকার ইস্টার্ন হাউজিংয়ের এক নম্বর রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ১০ নভেম্বর শ্রমিকদের পক্ষ থেকে শফিকুল ইসলাম নামের এক শ্রমিক সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।


গ্রেফতার মরিয়ম হোসেন কুমিল্লার দেবীদ্বার থানার সম্পা নগর গ্রামের মোসাদ্দেকের স্ত্রী। তারা মিরপুরের রুপনগর থানার পল্লবী এলাকার ইস্টার্ন হাউজিংয়ের বাসিন্দা। অমর ফ্যাশন নামের কারখানাটির মালিক। মোসাদ্দেক এমডি ও মরিয়ম হোসেন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলা সূত্রে জানা গেছে, সাভারের বিরুলিয়ায় এলাকায় অমর ফ্যাশন নামের পোশাক কারখানাটিতে গত আগস্ট মাস থেকে কাজ শুরু করে ৬৯ জন শ্রমিক। ওই মাসের শেষে শ্রমিকদের বেতন চাইতে গেলে মোসাদ্দেক ও মরিয়ম তালবাহান শুরু করেন। শ্রমিকদের বেতন দেওয়ার কথা বলে ২৫ অক্টোবর পর্যন্ত তাদের দিয়ে কারখানায় কাজ করায় মালিকপক্ষ।

পরে ২৬ অক্টোবর কারখানা থেকে শিপমেন্ট মামলামাল ও ৬৯ জন শ্রমিকের প্রায় ২১ লাখ টাকা বেতন না দিয়ে কারখানাটি বন্ধ করে পালিয়ে যায় কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা কারখানাটির মালিক মোসাদ্দেকের সঙ্গে মোবাইলফোনে শ্রমিকরা যোগাযোগ করলে উল্টো হুমকি দেওয়া হয় তাদের। পরে শফিকুল ইসলাম নামের এক শ্রমিক বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ আজ সকালে বলেন, শ্রমিকদের দায়ের করা মামলায় কারখানা মালিকের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।