• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বেসরকারি শিক্ষকদের জন্য বাজেটে সুখবর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ জুন ২০১৯  

নতুন বাজেটে বেসরকারি শিক্ষকদের জন্য থাকছে সুখবর। প্রায় ৯ বছরের জট শেষে আড়াই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে বাজেটে আলাদা বরাদ্দ রেখেছে সরকার। এর মধ্যে ১ হাজার ৫০০টির মতো প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের। বাকি ৫০০টির মতো প্রতিষ্ঠান মাদরাসা। বাকিগুলো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এ জন্য প্রস্তাবিত বাজেটে (২০১৯-২০) প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

চলতি ২০১৮-১৯ অর্থবছরেও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু অর্থবছর শেষ হতে চললেও এ টাকা খরচ হয়নি। রাজনৈতিক সদিচ্ছা থাকায় এবার আর খরচ না হওয়ার আশঙ্কা নেই বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ধরে নিচ্ছেন।

সূত্র জানায়, ঘোষণা দেরিতে হলেও নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই থেকেই বেতন-ভাতা পেতে পারেন।

জানা গেছে, বর্তমানে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ২৮ হাজার। এর প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতায় মাসে খরচ হয় ১ হাজার কোটি টাকা। এর বাইরে স্বীকৃতি পাওয়া ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সাড়ে পাঁচ হাজারের মতো। এগুলোতে শিক্ষক-কর্মচারী ৭৫ থেকে ৮০ হাজার। স্বীকৃতির বাইরেও কয়েক হাজার ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে।

সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। এরপরই এমপিওভুক্তির দাবিতে ননএমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করে আসছেন।