• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ভাগ্যের চাকা ঘুরলো, অটোচালক থেকে রাতারাতি কোটিপতি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০  

এক রাতেই ঘুরে গেল অটোচালকের ভাগ্যের চাকা। লটারিতে ১ কোটি টাকা জিতেছেন অটোরিকশা চালিয়ে রোজগার করা ভারতের মুর্শিদাবাদের বড়ঞার তরুণ প্রকাশ বাগদী। 

কৃষক পরিবারের ছেলে প্রকাশের এক সময় লক্ষ্য ছিল সরকারি চাকরি। কিন্তু সেই স্বপ্নপূরণ হয়নি। উচ্চমাধ্যমিকের পর পড়াশোনার চালিয়ে যেতে পারেননি। অসুস্থ বাবা-মা, স্ত্রী, সন্তান এবং ভাইকে নিয়ে সংসার। তাই নামেন জীবিকা নির্বাহে। একটু বেশি টাকা আয়ের জন্য মাসখানেক আগে একটি অটো কিনে চালাতে শুরু করেন তিনি। 

কিন্তু কিছুতেই যেন দারিদ্র্যতা পিছু ছাড়ছিল না। মাঝে মাঝে লটারির টিকেট কিনতেন। হঠাৎ করেই ঘুরে গেল ভাগ্যের চাকা। শনিবারের টিকেটে জিতেছিলেন ১ হাজার ২০০ টাকা। আরেকটু বেশি পাওয়ার আশায় রোববার ফের লটারি টিকেট কিনলেন। আর সেই টিকেটেই কোটিপতি বনে গেলেন!

রোববার রাতে খবরটি জানতে পেরেও বিশ্বাস করতে পারছিলেন না প্রকাশ। তাই বারবার মিলিয়ে দেখছিলেন। কিন্তু না, কোনো ভুল হয়নি। 

কী করবেন ১ কোটি টাকা দিয়ে? উত্তরে প্রকাশ বললেন, বাবার চিকিৎসা করাবো। কিছু টাকা দুঃস্থদের দান করবো। বাকিটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখবো। ওই টাকাটাই এখন আমাদের সবার ভবিষ্যৎ।