• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মহাসড়কে যাত্রী পরিবহনে ট্রাক-পিকআপের প্রতিযোগিতা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ মে ২০২১  

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী পরিবহনে প্রতিযোগিতায় নেমেছে ট্রাক ও পিকআপ ভ্যান। ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিয়ে গত দুইদিন ধরেই সড়কে বেড়েছে এসব যানবাহন। পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহনে দেদারসে যাত্রী নেয়ায় ক্ষুব্ধ বাস শ্রমিক ও মালিকরা।

সোমবার মহাসড়কের আশেকপুর ও রাবনা বাইপাসে গিয়ে দেখা যায়, উত্তরবঙ্গ থেকে যাত্রী নিয়ে আসছে ঢাকাগামী অসংখ্য ট্রাক ও পিকআপ ভ্যান। রোববার (১৬ মে) সকাল থেকেই মহাসড়ক দিয়ে যাত্রী পরিবহন করছে এ পরিবহনগুলো। এছাড়াও সরকারি বিধি-নিষেধ অমান্য করে দূরপাল্লার কিছু বাস। চলছে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িও।

পাবনা থেকে যাত্রী নিয়ে আসা ট্রাক চালক নজরুল বলেন, পণ্য পরিবহনের চাপ না থাকায় যাত্রী নিয়ে রওনা দিয়েছেন। গাড়িতে যাত্রী আছেন প্রায় ৩০ জন। এই যাত্রী পরিবহনে জনপ্রতি পাঁচশ টাকা করে ভাড়া নেয়া হচ্ছে। মামলা দিচ্ছে পুলিশ।

ট্রাকে থাকা যাত্রী পোশাক কারখানায় কর্মরত শ্রমিক নূরু মিয়া বলেন, ছুটি শেষে বাস না থাকায় ট্রাকে ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরতে হচ্ছে।

কুষ্টিয়া ও রাজশাহী রুটে চলা আলম এক্সপ্রেসের মালিক নূর আলম বিদ্যুৎ বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে আমার গাড়ি রোববার (১৬ মে) সিরাজগঞ্জ থেকে যাত্রী পরিবহনের চেষ্টা করে। সিরাজগঞ্জ পুলিশ আমার বাসের সকল যাত্রী নামিয়ে গাড়িটি আটকে রাখে। 

এ প্রসঙ্গে এলেঙ্গ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, সোমবার বিকেল পর্যন্ত সড়কে যানবাহনের চাপ বাড়েনি। ট্রাক ও পিকআপ ভ্যানে যাত্রী পরিবহনের অপরাধে মামলা দেয়া হচ্ছে।