• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, একজনের মৃত্যু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০  

মানিকগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।  গত ২৪ ঘণ্টায় শুধু সদর উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ১১ জনের।  এছাড়া বুধবার মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা  বশির আহমেদ (৬৯) নামে এক ব্যক্তি মারা গেছেন। মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।


মৃত বশির সদর উপজেলার কাচারী পাড়া ঘোস্তা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। পেশায় কৃষক ছিলেন।


এ নিয়ে মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১৬৪০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫৭৬ জন।

এদিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. রাজিব বিশ্বাস জানান, করোনা পজিটিভ হয়ে ওয়ার্ড ও আইসোলেশনে ১৯ জন রোগী ভর্তি আছে।