• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মানিকগঞ্জে বৃক্ষরোপ কর্মসূচি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০  

মানিকগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সোসাইটি অফ ডক্টরস অ্যান্ড স্টুডেন্টস অফ মানিকগঞ্জ (এসডিএসএম)।

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারা দেশে এক কোটি চারা রোপণের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের সদর হাসপাতাল ও কর্ণেল মালেক মেডিকেল কলেজে নানা ধরনের বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়েছে।


এসডিএসএমের সাধারণ সম্পাদক ডা. কাজী আবদুল্লাহর সভাপতিত্বে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ, সদর থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান ও ১০০ শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতালের সমন্বয়ক ডা. মানবেন্দ্র সরকার মানব।

এ সময় ডা. কাজী আবদুল্লাহ বলেন, ‘মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ স্লোগানকে সামনে রেখে আমরা মানিকগঞ্জ সদর হাসপাতাল, কর্ণেল মালেক মেডিকেল কলেজসহ সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসডিএসএমের যুগ্ম সাধারণ সম্পাদক কুদরত এ খুদা স্বপন, অভিজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক অলি আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক দেবলীনা বিশ্বাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহজাদ জাহান, সমাজকল্যাণ বিষয়ক সুনীতি কুমার দাশ, মৃন্ময় মানব, আতিকুর রহমান, বিশ্বজিৎ সরকার প্রমুখ।