• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে ৫ শিক্ষককে জেল-জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

নির্দেশনা ভঙ্গ করে বাড়ির বাইরে ঘোরাফেরা করার কারণে মানিকগঞ্জের শিবালয়ে এক ইরাকফেরত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা এবং বিধি ভঙ্গ করে কোচিং সেন্টার চালু রাখার দায়ে সিংগাইরের দুটি কোচিং সেন্টারের চারজন শিক্ষককে সাত দিন করে কারাদণ্ড এবং আরেকজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গেল ২৪ ঘণ্টায় মানিকগঞ্জের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৬৩ জনকে। এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টিনে প্রবাসীদের সংখ্যা বেড়ে হয়েছে ৫০৩। তবে ১৪ দিনের পর্যবেক্ষণের কোনও উপসর্গ না থাকায় গেল ২৪ ঘণ্টায় ১৮ জনসহ ৯৯ জনকে সেখান থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে জেলায় ৪০৪ জন হোম কোয়ারেন্টিনে আছে বলে জানান মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।