• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মিরপুরে ফিটনেস টেস্ট দিবেন সাকিব

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০  

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আসরের আগে সোমবার (৯ নভেম্বর) মিরপুরে ফিটনেস টেস্ট দেবেন সাকিব আল হাসান। বিসিবি সূত্রে এমনটাই জানা গেছে। ফিটনেস টেস্টর পরই নিয়মিত অনুশীলনে নামার পরিকল্পনা তার। এদিকে, টি-টোয়েন্টি আসরে সাকিব অধিনায়কত্ব করবেন কিনা তা নির্ভর ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ওপর। 

অবশেষে মুক্ত সাকিব দেশে। ভুলের প্রায়শ্চিত্তের পর এখন মাঠে নামার অপেক্ষায়। কিন্তু, তার আগে করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট পেলে ফিটনেস টেস্ট দেবেন সাকিব। ঠিক ৩৭৫ দিন পর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে আগমন ঘটবে তার। সকাল ১০টায় মিরপুরের ইনডোর সেন্টারে বিপ টেস্ট দিতে হবে সাকিব আল হাসানকে। ফিটনেস টেস্টের পাস মার্ক ১১ তুলতে হবে।

নিষিদ্ধ থাকা অবস্থায় বিকেএসপির অনুশীলনই সাকিবের ভরসা। দারুণ ফিট দেখা গেছে সাকিবকে। তাই সহজেই ফিটনেস টেস্টের বাধা টপকে যাবেন বিশ্বসেরা এটা ধরেই নেয়া যায়।

এদিকে, কর্পোরেট এই টি-টোয়েন্টি আসরে সাকিবকে পেতে মুখিয়ে থাকবে দলগুলো। বিশ্বসেরাকে দলে পেলে ঐ দল হয়তো চাইবে নেতৃত্বে ফিরুক সাকিব আল হাসান। ক্রিকেটে ফিরেই অধিনায়কত্বের গুরু দায়িত্বে সাকিব থাকবেন কিনা এ ব্যাপারে ক্রিকেট বোর্ডকেই নিতে হবে দূরদর্শী সিদ্ধান্ত। 

সব কিছু ঠিক থাকলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আসর দিয়েই মাঠের ক্রিকেটে সাকিব হচ্ছে প্রত্যাবর্তন। তাই এক সাকিবের কারণে ঘরোয়া এই আসরটি ছড়াচ্ছে ভিন্ন মাত্রার রোমাঞ্চ।