• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মির্জাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট প্রদান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৯  

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ইং সালের চারটি ক্যাটাগরিতে ২৫ জন শ্রেষ্ঠদের মধ্যে পুরষ্কার (ক্রেস্ট) প্রদান করা হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট-স্কাউট দল, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এই পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মধ্যে এ পুরষ্কার তুলে দিয়েছেন বলে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ ও একাডেমিক সুপারভাইজার মি. প্রবীর কুমার চৌধুরী জানিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২০১৯ সালের জন্য চারটি ক্যাটাগরিতে মোট ২৫ জনকে শ্রেষ্ঠ মনোনীত করে পুরষ্কার দেওয়া হয়েছে। মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী কলেজে এ  পুরষ্কার দেওয়া হয়। চারজন শিক্ষার্থী উপজেলায় শ্রেষ্ঠ হয়ে ক্রেস্ট পেয়েছে। এরা হলো মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী তাসনিম হোসাইন লিয়া, গোড়াকি হারুনিয়া মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রমো. সাহেদ মিয়া, মির্জাপুর সরকারী কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী আকলিমা আক্তার এবং আলহাজ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী মারিয়াম ইসলাম।

 শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস খাদিজা ইয়াসমিন, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের সহকারী শিক্ষক মো. আব্দুল কাদের, গোড়াকি হারুনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম মিয়া এবং আলহাজ¦ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের প্রভাষক শামীম আল নমামুন।

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মির্জাপুর সরকারী কলেজ, আলহাজ¦ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ  বিদ্যালয়, গোড়াকি হারুনিয়া দাখিল মাদ্রাসা, খলিলুর রহমান কলেজ, নতুন কহেলা কলেজ, মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, তেলিনা  দক্ষিণপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র রানা মল্লিক, সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার, মির্জাপুর সরকারি কলেজের সমাজ কর্ম বিভাগের ছাত্র লিটন সিকদার, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন মির্জাপুর এস কে পাইলট  মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আজাহার আলী, সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহানারা আক্তার, মির্জাপুর সরকারি কলেজর ক্রীড়া শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম। শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে মির্জাপুর এস কে পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,  সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এবং মির্জাপুর সরকারি কলেজ।