• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মুজিববর্ষ উপলক্ষে দেড় কোটি গাছ লাগিয়েছে আওয়ামী লীগ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ দেড় কোটি গাছ লাগিয়েছে বলে জানিয়েছেন দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

শনিবার রাজধানীর টিকাটুলির অভয় দাস লেনের সেন্ট্রাল উইমেন্স কলেজে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে এসব কথা বলেন তিনি। 

দেলোয়ার হোসেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এরইমধ্যে আমরা দেড় কোটি গাছ লাগিয়েছি। ঢাকার পরিবেশ রক্ষায় এবং পরিবেশবান্ধব ঢাকা গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমরা গত ৪ মাস ধরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে যাচ্ছি। আমরা বলেছিলাম, যতদিন আমরা বৃষ্টি পাবো ততদিন বৃক্ষরোপণ করে যাবো। সেই ধারাবাহিকতায় মুজিববর্ষ উপলক্ষে আমরা বৃক্ষরোপণ করে যাচ্ছি।

দেলোয়ার হোসেন আরো বলেন, দেশের পরিবেশ রক্ষার জন্য বিশেষ করে ঢাকার পরিবেশ বিপর্যয় কাটিয়ে উঠার জন্য আজকে যে ক্ষুদ্র পরিসরে বৃক্ষরোপণ করলাম, এটাও মানুষের নিঃশ্বাস নেয়ার উপায় হতে পারে। এভাবে আমরা সারাদেশে বৃক্ষরোপণ করে চলছি। 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের জন্য কাজ করেছেন। তার আর্দশ ধারণ করে আওয়ামী লীগ মানুষের জন্যই সারাদেশে বৃক্ষরোপণ করে যাচ্ছে। সাধারণ মানুষ যাতে উপকৃত হয়, প্রধানমন্ত্রী সেই চিন্তাই করেন।

এ সয়ম আরো উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য উৎপল সাহা, মিজানুর রহমান রুবেল, কলেজের প্রিন্সিপাল মো. শফিকুল ইসলাম, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিসহ কলেজের শিক্ষকরা।