• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

রাতে প্রচারিত হবে ভিন্ন এক ‘ইত্যাদি’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ মে ২০২০  

প্রতিবছর ঈদে দর্শকদের আগ্রহের বিষয় হানিফ সংকেত পরিচালিত ‘ইত্যাদি’। বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে এক মাইলফলক স্পর্শ করেছে এই অনুষ্ঠান। প্রতিবারের মতো আজ ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ‘ইত্যাদি’।

জানা গেছে, নিয়মিত পর্বের পাশাপাশি প্রতি ঈদুল ফিতরের জন্য ইত্যাদির জন্য বড় পরিসরে আয়োজন রাখা হয় কিন্তু এবার করোনাজনিত কারণে সেটে যেতে পারেনি ‘ইত্যাদি’। তবে দর্শকদের একদম নিরাশ করতে চান না হানিফ সংকেত। নতুন পর্বের পাশাপাশি পুরোনো পর্বগুলোও দর্শকের খুব পছন্দের। সেই সুযোগটি নিলেন তিনি।

ঈদ উপলক্ষে বিশেষ সংকলন প্রচার হবে এবার। যেখানে বাছাই করা পুরোনো আইটেমগুলো প্রচার হলেও সঞ্চালনার অংশটি নতুন করে ধারণ করা হয়েছে। করোনাভাইরাসের কারণে এবারের ইত্যাদি অনুষ্ঠান কোনো স্টেডিয়ামে ধারণ করা হয়নি। ইত্যাদি সাজানো হয়েছে সম্পাদনার টেবিলে।