• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

রোলানদো-নেইমারের লড়াই নকআউট পর্বে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮  

চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বটা ভালোই ভালোই পাড় করছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাসহ ইউরোপের বড় ক্লাবগুলো। এবার কঠিন লড়াইয়ের পালা। নকআউট পর্বের ১৬ দল কার বিপক্ষে কে খেলবে তা ঘোষণা হলো।
ফ্রান্সের নিয়ন শহরে লটারির ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হয় ইউরোপের ১৬ দলের ভাগ্য।
দ্বিতীয় রাউন্ডে সেই ভাগ্যের ছোঁয়া একটু খারাপই বলতে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস ও নেইমারের প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। শেষ ষোলোতে জুভেন্টাস মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের। অপরদিকে নেইমার-এমবাপের পিএসজি খেলবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।
এদিকে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ মিলেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। রিয়াল খেলবে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে ও বার্সা খেলবে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিওনের বিপক্ষে।

শেষ ষোলোর ড্র

ম্যানচেস্টার সিটি – শালকে ০৪
অ্যাতলেটিকো মাদ্রিদ – জুভেন্টাস
ম্যানচেস্টার ইউনাইটেড – প্যারিস সেইন্ট জার্মেই
টটেনহ্যাম হটস্পার – বরুশিয়া ডর্টমুন্ড
অলিম্পিক লিও – বার্সেলোনা
রোমা – এফসি পোর্তো
আয়াক্স – রিয়াল মাদ্রিদ
লিভারপুল – বায়ার্ন মিউনিখ