• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

লকডাউন নিয়ম ভাঙ্গার প্রবণতা বাড়ছে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১  

সাভারে সাধারন মানুষের সর্বাত্নক লকডাউনের মধ্যে আইন ভাঙ্গার প্রবণতা বাড়ছে। সড়কে মানুষের যেমন উপস্থিতি, তেমনি বাজারগুলোতে ভিড় করছেন। কেউ কেউ আবার মার্কেটে দোকান খুলে বেচা বিক্রিও করার চেষ্টা করছেন। বিভিন্ন এলাকায় অভিযান চালাতে গিয়ে মানুষের স্বাস্থ্য সচেতনতার প্রতি উদাসিনতা দেখে খোদ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটও হতবাক হয়েছেন।

শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ নেতৃত্বে অভিযান চালিয়ে মার্কেট খোলা রেখে ব্যবসা প্রতিষ্ঠানে বেচা বিক্রির দায়ে সাভারে এমন ১৭টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার ৫শ টাকা আর্থিক জরিমানা করেছে। এসময় বন্ধ করে দেয়া দোকানপাটগুলো।

আব্দুল্লাহ-আল-মাহফুজ জানান, সর্বাত্মক লকডাউনের চারদিনের মাথায় মানুষের মাঝে প্রবণতা দেখা যাচ্ছে আইন অমান্য করার। তবে লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। প্রজ্ঞাপনের নিষেধাজ্ঞা অমান্য করে যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে লকডাউনের প্রথম দিন থেকেই। তারই ধারাবাহিকতায় আজ সাভারের উলাইলে অভিযান চালিয়ে একটি মার্কেটের ১৭টি দোকানীকে ২৮ হাজার ৫শ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। জরিমান করা দোকানের মধ্যে জামা-কাপড়ের দোকান, জুতার দোকান রয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রসঙ্গত, লকডাউনের প্রথম দিন থেকেই সাভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছে উপজেলা প্রশাসন।