• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

লকডাউনে বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

কঠোর লকডাউনে মহাসড়কে পরিবহনের সংখ্যা কম থাকলেও বঙ্গবন্ধু সেতুতে স্বাভাবিকের তুলনায় রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোর ৬টা থেকে বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত ৩২ ঘণ্টায় বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, মোটরসাইকেল মিলিয়ে প্রায় ৩৭ হাজার পরিবহন সেতু পারাপার হয়েছে। 
 

এতে সেতুতে টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৭২ লাখ টাকা। তবে পরিবহনের মধ্যে প্রাইভেটকার বেশি চলাচল করেছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, লকডাউনে বঙ্গবন্ধু সেতুতে গেল ৩২ ঘণ্টায় রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। এরমধ্যে ব্যক্তিগত গাড়ি অর্থ্যাৎ প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যা ছিল বেশি। এতে গেল ২৪ ঘণ্টায় (মঙ্গলবার ভোর ৬টা হতে বুধবার ভোর ৬টা পর্যন্ত) প্রাইভেটকার প্রায় ১৩ হাজার ৩০০, মোটরসাইকেল ৫ হাজার এবং ছোট-বড় ট্রাক মিলিয়ে সাড়ে ১২ হাজার এবং বুধবার ভোর ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত সেতুতে প্রায় ৬ হাজার বিভিন্ন ধরনের পরিবহন পারাপার হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, মহাসড়কে গণপরিবহনের সংখ্যা তেমন নেই তবে মালবাহী ট্রাক ও প্রাইভেটকার সংখ্যা অন্যান্য সময়ের চাইতে অনেক বেশি ছিল।