• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২৬-২৭ জুলাই

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ জুলাই ২০১৯  

এইচএসসি’র ফল প্রকাশিত হয়েছে ১৭ জুলাই। আর কদিন পর শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে টিকে থাকার লড়াই।হয়তো ভাবছেন এখনো অনেক সময় বাকি- তাহলে ভূল করবেন। ভর্তি পরীক্ষায় কাঙ্খিত ফল লাভে এখন থেকেই নিতে হবে জোর প্রস্তুতি। আপনাদের প্রস্তুতির সুবিধার্থে ধারাবাহিক এ আয়োজন। আশা করি উপকৃত হবেন।

 

খ ইউনিট-সাধারণ জ্ঞান

 

১. ল্যাটিন শব্দ ‘সিভিস’- এর অর্থ-

ক. নগর    খ. নগররাষ্ট্র    গ. নাগরিক     ঘ. রাষ্ট্র

২. ‘ফ্লিপফ্লপ’ হলো এক প্রকার -

ক. লজিক গেট             খ. মাল্টি-ভাইব্রেটর

খ. রেজিস্টার                ঘ. অ্যানালগ বর্তনী

৩. নৌকা বাইচে পরিবেশিত গানের নাম-

ক. সারি                  খ. জারি

গ. ভাটিয়ালি            গ. ভাওয়াইয়া

৪. কোনটি প্রাচীনতম?

ক. মহাস্থান ব্রাক্ষীলিপি         খ. চর্যাপদ

গ. রামচরিতম                      ঘ. গীতগোবিন্দ

৫. সামষ্টিক অর্থনীতির জনক-

ক. রাবার্ট ম্যালথাস          খ. জে এম কেইনস

গ. জন স্টুয়ার্ট মিল         ঘ. এডাম স্মিথ

৬. মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ-

ক. গারো ও খাসিয়া         খ. গারো ও রাখাইন

গ. খাসিয়া ও মনিপুরি      ঘ. চাকমা ও খাসিয়া

৭. ভূমিকম্পসৃষ্ট সমুদ্র-ঢেউ হিসাবে পরিচিত।

ক. টর্নেডো         গ. হ্যারিকেন

গ. সুনামি           ঘ. টাইফুন

৮. সদ্য সমাপ্ত বিমসটেক শীর্ষ সম্মেলন যে স্থানে অনুষ্ঠিত হয়-

ক. হায়াত রিজেন্সি         খ. দি এভারেস্ট হোটেল

গ. হোটেল অন্ন্পূর্ণা        ঘ. ক্রাউন প্লাজা কাঠমান্ডু-সোয়ালটি

৯. পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগে সৃষ্ট?

ক. টারশিয়ারি যুগে         খ. প্লাইস্টোসিন যুগে

গ. সাম্প্রতিক যুগে         ঘ. জুরাসিক যুগে

১০. বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন যে সালে প্রথম যুক্ত হয়-

ক. ১৯৯১               খ. ১৯৭৭                  গ. ১৯৮৫             ঘ. ১৯৭২  

১১. উইং কমান্ডার এম. কে. বাশার মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন?

ক. সেক্টর-০২                   খ. সেক্টর-০৪   

গ. সেক্টর-০৬                   ঘ. সেক্টর-০৫

১২. ‘বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০’ যার সাথে যুক্ত-

ক. ভূ-রাজনীতি                         খ. জলবাযু পরিবর্তন

গ. গ্রীন হাউজ প্রতিক্রিয়ার         ঘ. বন্যপ্রাণী সংরক্ষণ

১৩. জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত জাতিসংঘের সংস্থা হলো-

ক. ইউএন উইমেন         খ. উইমেন ওয়াচ

গ. ইকুইটি ফান্ড             ঘ. জেন্ডার ইকুইটি ফান্ড

১৪. ‘পারসোনা নন- গ্রাটা’ যাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক-

ক. রাজনীতিবিদ           খ. কূটনীতিবিদ

গ. খেলোয়াড়                ঘ. লেখক

১৫. ‘মান্ট্রয়েল প্রোটোকল’ যার সঙ্গে সম্পর্কিত-

ক. সাদা বাঘ               খ. ক্লোরোফ্লুরোকার্বন

গ. পানি দূষণ              ঘ. ভূমিক্ষয়

১৬. মূল্য সংযোজিত সেবা বলতে বোঝায়-

ক. কম মূল্যের পণ্য                  খ. মূল্যছাড় প্রদান

গ. একই খরচে বাড়তি সেবা       ঘ. বেশী মূল্যের পণ্য

১৭. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র-

ক. জয়যাত্রা                    খ. কখনো আসেনি

গ. জীবন থেকে নেয়া       ঘ. এ দেশ তোমার আমার

১৮. বঙ্গবন্ধু জেলে ছিলেন সর্বমোট-

ক. ৩০৫৩ দিন               খ. ৪৬৬৩ দিন

গ ২৫৫০ দিন                  ঘ. ৩৫০০ দিন

১৯. বাংলাদেশ: দি আনফিনিশ্ড্ রেভ্যুলুশন গ্রন্থটির রচয়িতা হলেন-

ক. লরেন্স লিফশুলৎজ                    খ. তালুকদার মনিরুজ্জামান

গ. অ্যান্থনি মাস্কারেনহাস                 ঘ. সিদ্দিক সালিক

২০. বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল রয়েছে?

ক. ২০টি           খ. ১৯টি

গ. ১৮টি            ঘ. ১৭টি

উত্তরঃ ০১।গ ০২।খ ০৩।ক ০৪।ক ০৫।খ ০৬।ক ০৭।গ ০৮।ঘ ০৯।ক ১০।ঘ ১১।গ ১২।খ ১৩।ক ১৪।খ ১৫।খ ১৬।গ ১৭।ক ১৮।ক ১৯।ক ২০।গ