• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পারিবারিক চাপে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই শিক্ষার্থী। তার নাম ফারিহা তাবাসসুম রূম্পা। 

পরিবারের চাপেই আত্মহত্যার এমন পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছে সহপাঠীরা। তবে মৃত্যুর মূল কারণ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য জানা যায়নি। 

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নেভিন ফরিদা ডেইলি বাংলাদেশকে বলেন, আত্মহত্যার বিষয়টি শুনেছি। কারণ সম্পর্কে জানতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করছে প্রক্টর অফিস। তবে আমরা তার বন্ধুদের সঙ্গে কথা বলে যতটা জানতে পেরেছি যে পারিবারিক ঝামেলার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, খবরটি শুনেছি। এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়। আমরা বিভাগ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সুষ্ঠু তদন্ত করবো আমরা।