• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সাত দিনেই ‘চোখের পাপড়ি’ ঘন ও লম্বা করার দারুণ উপায়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯  

নারীদের সব থেকে বেশি সৌন্দর্য লুকিয়ে থাকে তাদের চোখের মধ্যে। আর চোখের সৌন্দর্য দিগুণ হয়ে যায় যদি এর পাপড়ি ঘন ও লম্বা হয়। কারো কারো জন্য এই সৌন্দর্য আগে থেকেই থাকে।

তবে অনেকেই এই সৌন্দর্য থেকে বঞ্চিত হয়। তাই অনেকেই নকল পাপড়ি ব্যবহার করেন। কিন্তু জানেন কি, খুবই সহজ একটি উপায়ে এই সমস্যার স্থায়ী সমাধান পেতে পারেন! তাও খুব কম খরচে এবং স্বল্প সময় ব্যয় করেই। চলুন তবে জেনে নেয়া যাক সেই চমৎকার উপায়টি-

প্রথমে লেবুর খোসা কুচি করে শুকিয়ে নিন। এবার শুকনা লেবুর খোসা গুঁড়া করে নিন। একটি পাত্রের মধ্যে এক টেবিল চামচ নারকেল তেল, দুটি ভিটামিন ই ক্যাপসুল এবং লেবুর খোসা গুঁড়া আধা চা চামচ নিন। এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে এই মিশ্রণটি চোখে লাগিয়ে নিন। মাত্র সাত দিনেই ফলাফল পেয়ে যাবেন। মজার ব্যাপার হচ্ছে, এই মিশ্রণটি ১৫ দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যায়। তাই বার বার তৈরি করার জামেলাও থাকবে না।