• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সাতবার জেল থেকে পালিয়ে সাতবারই ধরা!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০  

পুলিশকে বুড়ি আঙ্গুল দেখিয়ে একের পর এক জেল থেকে পালিয়ে যান খুন, ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত জিউসেপ্পে মাস্তিনি। ৬০ বছরের এ লোক একবার বা দুইবার নয়, সাতবার জেল থেকে পালিয়েছেন। চুলে রঙ পরিবর্তন করে পালিয়ে থাকতে চেয়েছিলেন মাস্তিনি। কিন্তু সর্বশেষ ভেড়ার খোয়াড়ে ধরা পড়েন চতুর এ ব্যক্তি।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়, গত ৬ সেপ্টেম্বর মাস্তিনিকে সার্ডিনিয়ার কারাগার থেকে সাময়িকভাবে ছেড়ে দেয়া হয়েছিল। তিনি এ সুযোগ পেয়ে পালিয়ে যান৷ পরে তাকে ইটালির উত্তর-পশ্চিমের দ্বীপ সারাসির কাছাকাছি একটি জায়গায় পাওয়া যায়।

ওই এলাকার অনেক বাড়িতে তল্লাশি চালিয়ে এক ভেড়ার খোয়াড়ে মাস্তিনিকে খুঁজে পায় পুলিশ৷ মাস্তিনির চতুরতার অংশ হিসেবে চুলের রঙ সোনালি করেন, যাতে পুলিশ তাকে ধরতে না পারে। তারপরও তিনি রেহাই পাননি।

ইটালির বার্তা সংস্থা এএনএসএ জানায়, মাস্তিনি মূলত বার্গামোর বাসিন্দা। ৭০  দশকে পরিবারের সঙ্গে রোমে চলে যান তিনি৷ সেখানে মাত্র ১১ বছর বয়সে প্রথম খুনটি করেন ৷

প্রথম খুনের পর তার বিরুদ্ধে ১৯৭৫ সালে ছবি নির্মাতা পিয়ার পাওলো পাসোলিনিকে খুনের অভিযোগ উঠে। ১৯৮৭ সালে জেল থেকে পালিয়ে যান মাস্তিনি৷ 

দুই বছর পলিয়ে থাকার সময় ছিনতাই, পুলিশকে খুন ছাড়াও নানা ধরনের অপরাধ করেন মাস্তিনি৷ নানা অপরাধে সাতবার কারাগারে যান তিনি। তবে সাতবারই কারাগার থেকে পালিয়েছেন৷ 

সবচেয়ে ভালো খবর যে, মাস্তিনি পুলিশকে ফাঁকি দিয়ে বেশি দিন বাইরে থাকতে পারেননি।