• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সাবুদানায় দূর হবে জেদি ব্ল্যাক হেডস

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ মে ২০২০  

ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস এর সমস্যায় ভোগেন নারী পুরুষ সবাই। অনেক সময় এতো বেশি হয়ে যায় যা দেখতে খুবই খারাপ লাগে। আবার দীর্ঘদিন ধরে হতে থাকা ব্ল্যাক হেডস নানা সমস্যার জন্ম দেয়। এছাড়াও নাকের পাশে, থুতনি এবং কপালে ছোট ছোট লোম দেখা যায়।   

পার্লারে দিয়েই নিশ্চয় এর পরিচর্যা করেন? তবে এখন তো আর পার্লারে যাওয়ার উপায় নেই। ঘরেই আপনি এর থেকে রেহাই পেতে পারেন। এজন্য সাবুদানা খুবই কার্যকরী। ভাবছেন সাবুদানা কীভাবে ব্ল্যাক হেডস দূর করবে?

জেনে নিন পদ্ধতিটি-

প্রথমে সাবুদানা সামান্য পানি দিয়ে ফোটান। একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। নাকিয়ে হালকা ঠাণ্ডা করে নিন। উষ্ণ অবস্থায় নাকের উপর ভালো করে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে টেনে তুলুন সাবুর স্তরটা। দেখবেন ব্ল্যাকহেডস আর ছোট লোম দুই-ই উঠে গেছে। এই মিশ্রণ পুরো মুখেও লাগাতে পারেন। স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন।