• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সাভারে গত ৩দিনে নতুনভাবে কেউ করোনায় আক্রান্ত হয়নি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১  

সাভার উপজেলায় নতুন করে কেউ কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন নাই বলে জানা গেছে। শনিবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা.  ফেরদৌসী আক্তার এর বরাত দিয়ে বিষয়টি  নিশ্চিত করেছে।

এব্যাপারে ডাঃ ফেরদৌসী আক্তার  বলেন, গতবছর ৮ মার্চ থেকে ২৫ ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত সাভার উপজেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১২,২১৭ জনের। এদের মধ্যে মোট ১৭০৩ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি মোট ২২ জনের নমূনা সংগ্রহ হলেও এদের ভিতর কেউই পজিটিভ শনাক্ত হন নাই।

এব্যাপারে মুঠোফোনে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা  জানান, আলহামদুলিল্লাহ, সাভারে নতুন করে কেউ কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন নাই। সাভারবাসীর সচেতনতার কারণে এবং আমাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিমসহ সকল পল্লী চিকিৎসকদের আন্তরিকতার কারণেই এটা সম্ভব হয়েছে।
তবে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলারও পরামর্শ দেন তিনি।