• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সাভারে মুরগি বোঝাই পিকআপ ভ্যান ছিনতাই, গ্রেফতার ৪

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০  

সাভারের হেমায়েতপুরে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।  সোমবার দুপুরে আটক আসামিদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, রোববার  রাতে অভিযান চালিয়ে সাভারের হেমায়েতপুর ও ঢাকার শাহআলী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।  আটকরা হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার দেউলী গ্রামের বিল্লালের ছেলে খোকন সরদার (২২), একই জেলার সদর থানার গাবেরা গ্রামের খলিলের ছেলে রাব্বি (২১), মানিকগঞ্জের সিঙ্গাইর থানার চান্দুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রুবেল (৩৫) ও  নেত্রকোনার আটপড়া থানার কতুবপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে সাহিদুল ইসলাম (৩৫)।

অভিযোগ সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে পিকআপ ভ্যানে মুরগি বোঝাই করে শনিবার বিকেলে ঢাকার রায়ের বাজারের উদ্দেশ্যে রওনা হন চালক ইব্রাহিম খলিল। পিকআপ ভ্যানটি রাত ১০টার দিকে সাভারের হেমায়েতপুরে পৌঁছালে পেছন দিক থেকে আসা আরও দু’টি পিকআপ ভ্যান দিয়ে মুরগি বোঝাই পিকআপ ভ্যানটির গতিরোধ করে ছিনতাইকারীরা। পরে তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চালক ইব্রাহিমকে নামিয়ে পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যান। পিকআপ ভ্যান ও  মুরগির আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ টাকা। এ বিষয়ে রোববার সকালে সাভার মডেল থানায় ভুক্তোভোগী পিকআপ ভ্যানচালক ও মুরগির মালিক মাহাববুল আলম অভিযোগ করেন।  

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান  জানান, অভিযোগ পেয়ে রাতেই সড়কের সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করে তাদের আটক করা হয়। পরে ভুক্তোভোগীর অভিযোগটি মামলায় রূপান্তরিত করলে সোমবার দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়।