• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সিংগাইরে পরিত্যক্ত জমি উদ্ধার করলেন ভূমি অফিস

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১  

সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে ব্যক্তি মালিকানা দখলে থাকা পরিত্যক্ত ১২ শতাংশ জমি উদ্ধার করলেন স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস । আরো ১৩ শতাংশ জমি খুব তাড়াতাড়ি উদ্ধার করা বলে ধল্লা ইউনিয়ন সহকারি (ভূমি) কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানিয়েছেন।   

ধল্লা ইউনিয়ন ভূমি অফিস সুত্রে যানা গেছে, গাজিন্দা মৌজার আরএস ৪৯৭ নং দাগের ১২ শতাংশের রেকর্ডমূলে মালিক মালিক জয়মন্টপের সুনিল কুমার বিশ্বাস ও ৪৯৮ নং দাগের ১৩ শতাংশ জমির দয়াযবী দেবীর পক্ষে রিসিভার গ্রিরীশ চক্রদার । রেকর্ডমূলে মালিকদ্বয় জমি পরিত্যক্ত রেখে অনেক আগে ভারতে চলে যান। তাদের অনুপস্থিতিতে স্থানীয় লোকজন ওই ২৫ শতাংশ জমি ভোগদখল করে আসছিল। 

গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি ) বিকাল ৪ টার দিকে ধল্লা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা  মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ১২ শতাংস জমি উদ্ধার করে লাল নিশান টাঁঙ্গিয়ে দেন। আর  বাকী ১৩ শতাংশ জমি উদ্ধার প্রক্রিয়াধীন আছে বলে ওই ইউনিয়র (ভূমি) ভূমি কর্মকর্তা জানান।