• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সিংগাইরে লাইটার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড, মালামাল পুড়ে ছাই

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১  

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর নীডস সার্ভিসেস লিমিটেড নামের লাইটার ফ্যাক্টরিতে মঙ্গলবার  ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা  ঘটেছে। এতে প্রতিষ্ঠানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

 স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল ৩টার দিকে লাইটার ফ্যাক্টরির (গ্যাস ম্যাচ) ভিতর থেকে হঠাৎ বিকট শব্দ হয়। এতে পুরো গ্রামবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন জড়ো হয়ে আগুনের শিখা দেখতে পান। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ফ্যাক্টরি ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে বিকেল ৪টার দিকে সাভার ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এবং  স্বেচ্ছাসেবীর কর্মীরা  ২ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। নীডস সার্ভিসেস লিমিটেডের সুপারভাইজার মোঃ মহিদুর রহমান বলেন,উৎপাদিত গ্যাস লাইটার পরীক্ষা করতে গিয়ে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে,তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি।    

সাভার সার্ভিসের স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন,আমাদের ৪টি ইউনিটের চেষ্টায়  ২০মিনিটেই আগুন নিয়ন্ত্রনে আসে। তবে পুরো আগুন নেভাতে প্রায় ২ ঘন্টা সময  লাগে।
ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, অগ্নিকান্ডে ফ্যাক্টরি ছাড়া আশপাশের বসত বাড়ির কোনো ক্ষতি হয়নি। তবে মালিক পক্ষের সাথে কথা না বলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা ও সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।