• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সিলিন্ডার গ্যাসের মূল্য নির্ধারণে পদক্ষেপ জানাতে নির্দেশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

এলপিজি গ্যাসের (সিলিন্ডার গ্যাস)  সব্বোর্চ খুচরা মূল্য নির্ধারণ করে তা গায়ে লিখতে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১ মার্চ বিষয়টি আদালতকে অবহিত করতে জ্বালানি সচিব ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে এলপিজি গ্যাসের (সিলিন্ডার গ্যাস) মূল্য নির্ধারণের জন্য কমিটি গঠনের কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১৩ জানুয়ারি এলপিজি গ্যাসের (সিলিন্ডার গ্যাস) মূল্য নির্ধারণের জন্য কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। রিটে সিলিন্ডারের গায়ে দাম উল্লেখ করারও নির্দেশনা চাওয়া হয়।

আইনজীবী মনিরুজ্জামান লিংকন এ রিট দায়ের করেন। রিটে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।