• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেফতার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ মে ২০২১  

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি পারিজাত এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের পর শ্বাসরোধে হত্যাচেষ্টার ঘটনায় স্বামী কাইয়ুম হোসেন জহিরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার কাইয়ুম বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চরঠাকুর মল্লিক এলাকার বাসিন্দা।


স্ত্রীর দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, ৫ বছর আগে শিরীন বেগমের (২৫) সঙ্গে কাইয়ুম হোসেনের বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। গৃহবধূ শিরীন বেগম স্থানীয় একটি সোয়েটার কারখানায় চাকরি করতেন। ৩ মে দুপুরে শিরীন কারখানা থেকে বাসায় খেতে আসলে তার স্বামী কাইয়ুম তার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন।

শিরীন যৌতুকের টাকা দিতে অস্বীকার জানালে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টা করেন। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। প্রতিবেশীরা শিরীনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। এ ঘটনায় শিরীন বেগম নিজে বাদী হয়ে বুধবার কোনাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, অভিযোগের ভিত্তিতে শিরীনের স্বামী কাইয়ুমকে বুধবার রাতেই গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।